
বইয়ের নাম: দি টাইম মেশিন
লেখক: এইচ জি ওয়েলস
অনুবাদ: মোঃ তাজউদ্দিন
১৮৯৫ সালে প্রথম প্রকাশিত হয় দি টাইম মেশিন। আধুনিক জীববিজ্ঞানের অনেক কিছুই তখন অজানা। কিন্তু সেই সময়ের ভবিষ্যতদ্রষ্টা বিজ্ঞান-কল্পকাহিনি লেখক এইচ. জি. ওয়েলস জীববিজ্ঞানের এই সময়ের একটি বিষয়কে তুলে ধরেছেন তার কালজয়ী কাহিনিতে। তার বর্ণনায় এসেছে এমন এক ধরনের মানুষের কথা, যারা দেখতে হুবহু তাদের পিতা-মাতার মতো। বিষয়টি আসলে এই শতাব্দীর অন্যতম আলোচ্য বিষয় মানব ক্লােনিং-এর সাথে তুলনীয়।
একুশ শতকে বিজ্ঞান ও রাজনীতি কীভাবে পৃথিবীকে প্রভাবিত করবে, তা নিয়েও প্রায় বাস্তব একটি বর্ণনা দিয়েছেন এইচ. জি. ওয়েলস। মানুষ কীভাবে পৃথিবীর প্রাকৃতিক সম্পদ শুষে নিয়ে এর ভবিষ্যৎ বিপন্ন করে তোলে তা বেশ সঠিকভাবেই তুলে ধরেছেন দি টাইম মেশিন-এ।
এ বইটি ‘দি টাইম মেশিন’-এর বাংলা অনুবাদ হলেও ভাষা ও প্রকাশের স্বাতন্ত্র্যে বইটিকে ভিন্নমাত্রার মৌলিকত্ব দিয়েছেন মো: তাজউদ্দিন। অন্য যেকোনো অনুবাদের তুলনায় প্রাঞ্জল হয়েছে । যেকোনো পাঠককে ভেতরে টেনে নেবার শক্তি আছে এতে। বইটি পড়তে পড়তে অতীত ও ভবিষ্যতে হারিয়ে যাবার আনন্দ নিতে পারবে যেকোনো বয়সের পাঠক।
সবাইকে সে আনন্দে অবগাহনের আমন্ত্রণ।
প্রকাশক: মাতৃভাষা প্রকাশ
প্রদেয় মূল্য: ২৩০ টাকা (কুরিয়ার খরচ সহ)